বিদেশে উইঘুরদের ওপর নজরদারি চীনা হ্যাকারদের!
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৫ মার্চ ২০২১, ১৬:৩৭
ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও নজরদারি সফটওয়্যারের মাধ্যমে চীনা হ্যাকাররা বিদেশে উইঘুর নেতাদের ওপর চরবৃত্তি করছিল। ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ওয়েবসাইট বানিয়ে, নজরদারি সফটওয়্যারের সাহায্যে তারা এই কাজ করত। এমনই অভিযোগ ফেসবুকের।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানা গেছে। ফেসবুক জানিয়েছে, বিদেশে বসবাসকারী উইঘুর নেতা ও কর্মী, সাংবাদিক এবং বিক্ষুব্ধদের কম্পিউটার এবং স্মার্ট ফোন হ্যাক করার চেষ্টা করত চীনা হ্যাকাররা। তারা বিষয়টি ধরে ফেলে এবং হ্যাকিং অপারেশনে বাধা দেয়। ওই হ্যাকারদের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।