![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F800x449x1%2Fuploads%2Fmedia%2F2021%2F01%2F28%2Fc98d3c473418d0c52d62aceedd78d8c7-601254a431608.jpg%3Fjadewits_media_id%3D710520)
আরও ১২ লাখ টিকা পাঠাচ্ছে ভারত
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৫ মার্চ ২০২১, ১৩:১২
উপহার হিসেবে বাংলাদেশকে আরও ১২ লাখ করোনা প্রতিরোধী ভ্যাকসিন পাঠাচ্ছে ভারত। আগামীকাল শুক্রবার মহান স্বাধীনতা দিবসে (২৬ মার্চ) এই টিকা ঢাকায় এসে পৌঁছানো কথা রয়েছে। স্বাস্থ্য অফিদফতরের ইপিআই কর্মসূচির লাইন ডিরেক্টর শামসুল হক এই তথ্য জানান।
এই কর্মকর্তা জানান, আগামীকাল দুপুরের মধ্যে টিকা এসে পৌঁছাতে পারে। তবে কোন ফ্লাইটে বা কখন টিকা আসবে সেই তথ্য আমরা এখনও হাতে পাইনি।