কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


অর্থনৈতিক বাস্তবতায় ছাদ কৃষির বিস্তার

কৃষি আমাদের দেশের মানুষের আদি পেশা। আজকে যারা শহরে বসবাস করে, তাদের অধিকাংশেরই কৃষিতে কম-বেশি সংশ্লিষ্টতা রয়েছে। শহরের কর্মযজ্ঞের ব্যাপ্তি ও বৃদ্ধির বাস্তবতায় মানুষের মধ্যে আন্তরিকতার দূরত্ব বেড়েছে। পৃথিবীর বহু দেশে শহরকেন্দ্রিক কৃষি গড়ে উঠলেও বাংলাদেশে এখনো তা হয়নি। ফলে গ্রাম থেকে আসা কৃষিপণ্যে শহরবাসীর নির্ভরশীলতা প্রায় শতভাগ। শহরের আওতা ও আয়তন দুটোই বেড়েছে অত্যন্ত দ্রুতগতিতে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মনের জোর কমে এবং অতীত সংস্কৃতিতে মনোনিবেশ করার প্রবণতা বেড়ে যায়, যা মানুষের সহজাত প্রবৃত্তি। অনেকের ধারণা সেখান থেকেই ছাদ কৃষির উদ্ভব। পৃথিবীর বহু দেশে অর্নামেন্টাল গাছপালা দিয়ে বাসার আঙিনা সাজানো বহুদিনের প্রচলন হলেও আমাদের দেশে তা আসে বহু পরে। ব্যাকইয়ার্ড গার্ডেনিং এখন বহুল ব্যবহূত শব্দ। ছাদ কৃষি তার বাণিজ্যিক সংস্করণ বললে অত্যুক্তি হবে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন