কর্মীদের জন্য এখনো প্রস্তুত নয় সিলিকন ভ্যালি
সরকারের অনুমোদন সত্ত্বেও এখনো অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের প্রযুক্তি রাজধানী সিলিকন ভ্যালির অনেক কোম্পানি। গুগল, টুইটারের মতো কোম্পানিগুলোও এখনই অফিস খুলে দেয়ার জন্য প্রস্তুত নয়। তবে সানফ্রান্সিসকো প্রশাসন বলছে, কোম্পানিগুলো সীমিত পরিসরে চাইলে তাদের অফিস কার্যক্রম পুনরায় চালু করতে পারে। খবর রয়টার্স।
স্থানীয় প্রশাসন গতকাল থেকেই সিলিকন ভ্যালিতে অবস্থিত সব প্রযুক্তি প্রতিষ্ঠানকে মোট সংখ্যার এক-চতুর্থাংশ কর্মী নিয়ে তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করার অনুমতি প্রদান করে।