![](https://media.priyo.com/img/500x/https://www.somoynews.tv/img/upload/medium/history-270363-270506.jpg)
২৫ মার্চ: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল
সময় টিভি
প্রকাশিত: ২৫ মার্চ ২০২১, ০৭:৪৩
আজ ২৫ মার্চ ২০২১, বৃহস্পতিবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ইতিহাসের পাতায় ২৫ মার্চের ঘটনাবলি : ১৫০৫ - দেশে ফ্রানসিসকো দি আলমেইদা বাইশটি নৌযানের বহর নিয়ে ভারতে শক্তি সংহত করার জন্য পর্তুগাল থেকে যাত্রা করেন। ১৫৭০ - পোপ পঞ্চম পায়াম কর্তৃক ব্রিটেনের রানি প্রথম এলিজাবেথ ধর্মচ্যুত হন।