সরেজমিন শাল্লা: প্রধান আসামি স্বাধীন যুবলীগ না হেফাজত
ডেইলি স্টার
প্রকাশিত: ২৪ মার্চ ২০২১, ২২:০৬
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনায় গ্রামবাসীর পক্ষে দায়ের করা মামলার প্রধান আসামি পাশের দিরাই উপজেলার নাচনি গ্রামের বাসিন্দা ও সরমঙ্গল ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম স্বাধীন।
গত শুক্রবার গ্রেপ্তারের হওয়া স্বাধীন যুবলীগের নেতা এবং যুবলীগের ওয়ার্ড সভাপতি হিসেবে জানা গেলেও সুনামগঞ্জ জেলা যুবলীগ আনুষ্ঠানিকভাবে তা অস্বীকার করেছে।
একইভাবে স্বাধীন হেফাজতে ইসলামের কেউ নন বলেও দাবি করেছে দিরাই উপজেলা হেফাজতের নেতৃবৃন্দ।
তবে স্বাধীনের চাচা ও নাচনি গ্রামের বাসিন্দা জানফর আলী বলেন, ‘সে [স্বাধীন] আওয়ামী লীগের রাজনীতি করে, ইউনিয়ন যুবলীগের সভাপতি।’