![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flaw-courts%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsc-20210324194627.jpg)
পিছিয়ে গেল সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী কল্যাণ ট্রাস্টের ভোট
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২০২১-২০২২ মেয়াদের ভোটের প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী বিনোদন, ক্রীড়া, সাংস্কৃতিক, ধর্মীয় ও কল্যাণ ট্রাস্ট। প্রার্থীরা মিছিল মিটিং আর স্লোগানে মুখরিত করে তুলেছিলেন সুপ্রিম কোর্ট অঙ্গন।
এবারের নির্বাচনে পাঁচটি প্যানেল ঘোষণা করা হয়েছিল। ভোট নিয়ে তাদের প্রচার-প্রচারণা, মিছিল, এসএমএস আর ফেসবুকেও ছিল ব্যাপক তৎপরতা। কিন্তু বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সেই নির্বাচন স্থগিত করা হয়েছে।