সবুজ আপেল খাওয়ার বাড়তি উপকারিতা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ মার্চ ২০২১, ১৬:৪৬
টক-মিষ্ট স্বাদের সবুজ আপেলে শর্করার মাত্রা কম। অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, কে, আঁশ ও বিভিন্ন খনিজ উপাদানে ভরপুর আপেল। যে কারণে প্রবাদে বলা হয়, দিনে একটি আপেল খেলে ডাক্তারের কাছে যাওয়া থেকে দূরে রাখে। নানান রংয়ের মধ্যে লাল ও সবুজ আপেল বেশি চোখে পড়ে। আর পুষ্টিবিজ্ঞানের মতে সবুজ আপেলে রয়েছে বাড়তি গুণ।