গণতন্ত্র চাই, কিন্তু আসবে কি? আমাদের নিজেদের কথা থাক, অন্য দেশের কথাই না হয় বলি। ভারতে নির্বাচনে যে গেরুয়াধারী রামভক্তরা ক্ষমতায় এসেছেন, তাঁদের ভাবসাব কিন্তু মোটেই গণতন্ত্রীদের মতো নয়। সেখানে আবারও নির্বাচন হবে, তাতে বুর্জোয়া দলগুলো যে রামভক্তদের হটিয়ে সর্বভারতীয় রাষ্ট্রক্ষমতা দখলে নিতে পারবে, এমন ভরসা আপাতত দেখা যাচ্ছে না। বামপন্থীরা মোটামুটি ছত্রভঙ্গ দশাতে রয়েছেন। বড় রকমের পরিবর্তন প্রত্যাশা করা মোটেই ন্যায়সংগত নয়।
নির্বাচন হয়েছে বেলারুশেও। ২৬ বছর ধরে যিনি ক্ষমতায় রয়েছেন, আলেক্সান্ডার লুকাশেঙ্কো, এবারও তিনি জিতেছেন বলে দাবি করছেন। বিরোধীদের দাবি, নির্বাচন হয়নি, একটা প্রহসন হয়েছে মাত্র। মুখের কথা নয় শুধু, প্রবল বিক্ষোভ হয়েছে। আন্দোলন ছয় মাস পার করেছে, কিন্তু লুকাশেঙ্কো অনড়। বোঝাই যাচ্ছে, সেনাবাহিনী তাঁর সঙ্গে আছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.