কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রক্তে ভেজা ৩৩ কিলোমিটার

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ২৪ মার্চ ২০২১, ১২:০০

কামারখালী থেকে রাজবাড়ীর মোড়, মোটে ৩৩ কিলোমিটার রাস্তা। ঢাকা-খুলনা মহাসড়কের অন্তর্গত এই সামান্য রাস্তাটুকুতে গত ১৪ মাসে অন্তত ১৭টি বড় দুর্ঘটনা ঘটেছে, ঝরে গেছে ৩৬টি অমূল্য প্রাণ, আর আহত যে কত হয়েছে, তার কোনো হিসাব আমাদের কাছে নেই। সত্য বটে, এই অল্প রাস্তাটুকুতেই আছে ১২টার মতো বাঁক, কিন্তু বাঁক নির্দেশ করার জন্য প্রতিটি জায়গাতেই তো আছে সাবধানতাসূচক সাইনবোর্ড।

তার চেয়ে বড় কথা, বাঁকবহুল রাস্তা তো দুনিয়াতে আরও অনেকই আছে; কই, সেখানে তো এত লোক মারা যায় না। সত্য বটে, এই রাস্তাটুকুর মধ্যেই ৬ লিংক সড়ক এসে মহাসড়কটিতে উঠেছে, কিন্তু অধিকাংশ লিংক সড়ক থেকেই তো মহাসড়ক পরিষ্কার দেখা যায়, ফলে তাতে চলাচলকারী গাড়ি না দেখার কোনো কারণ তো নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও