![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fopo-20210324112259.jpg)
আশুলিয়া থেকে অপহৃত শিশু মানিকগঞ্জে উদ্ধার
ঢাকার আশুলিয়া থেকে ৪ বছরের শিশু অপহরণের দুইদিন পর মানিকগঞ্জের পদ্মার দুর্গম চর থেকে এক শিশুকে উদ্ধার করেছে র্যাব-৪। এ সময় অপহরণকারীকেও গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২৪ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী।
তিনি বলেন, ঢাকার আশুলিয়া থেকে ৪ বছরের শিশু অপহরণের দুইদিন পর মানিকগঞ্জের পদ্মার দুর্গম চর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ সময় একজন অপহরণকারীকেও গ্রেফতার করেছে র্যাব।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অভিযোগ
- অপহরণকারী
- অপহৃত শিশু উদ্ধার