![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2021/03/24/image-231692-1616561718.jpg)
বাঘায় দেড় মাসে ২৮ জনের আত্মহত্যার চেষ্টা, ২১ জনই শিক্ষার্থী
রাজশাহীর বাঘায় উদ্বেগজনক হারে বেড়ে চলেছে আত্মহত্যা চেষ্টার প্রবণতা। সম্প্রতি পত্রিকার পাতা উল্টালেই কমবেশি আত্মহননের নিষ্ঠুর সংবাদ চোখে পড়ে। সমাজ বিশ্লেষক ও মনোবিজ্ঞানীরা বলছেন, যখন কোনো ব্যক্তির জ্ঞান-বুদ্ধি, বিবেক ও উপলব্ধি-অনুধাবন শক্তি লোপ পায়, অসুস্থ হয়ে নিজেকে অসহায়-ভারসাম্যহীন মনে করেন, ঠিক তখনই ধর্ম-কর্ম ভুলে মানুষ আত্মহত্যা করে মুক্তির উদ্দেশ্যে।
৪০ থেকে ৭০ বছরের মানুষের মধ্যে সাধারণত এ প্রবণতা বেশি থাকে। কিন্তু বাঘার চিত্র পুরোপুরি উল্টো। এই অঞ্চলে গত দেড় মাসে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন ২৮ জন। এদের মধ্যে ২১ জনই শিক্ষার্থী, যাদের বয়স ১৫ থেকে ২০ এর মধ্যে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগ।