You have reached your daily news limit

Please log in to continue


সাকিবের ভাইরাল পোস্টের রহস্য উন্মোচন

সোশ্যাল মিডিয়াতে সাকিব আল হাসানের স্ট্যাটাস বা ছবি মানেই আলোচনা-সমালোচনা। তাই বিশ্বসেরা এ অলরাউন্ডারের বেশির ভাগ পোস্টই ভাইরাল। সম্প্রতি সাকিবের ফেসবুকে দেওয়া একটি ছবি ব্যাপক ভাইরাল হয়েছে। রহস্যময় এ পোস্ট নিয়ে সবার মধ্যেই ছিল কৌতূহল। যেখানে তাঁকে খুব মজা করে বার্গার খেতে দেখা যায়। ক্যাপশনে লিখেছেন, ‘ইদানীং যা-ই খাচ্ছি, সবই মজা লাগছে। কেন বলুন তো?’ পোস্ট দেওয়ার পরেই লাইক, কমেন্ট ও শেয়ার গুণিতক হারে বাড়তে থাকে। এ ধরনের একটি ছবির পোস্ট তাঁর ভক্তদের মধ্যে তুমুল কৌতূহল সৃষ্টি করে। তাঁরা অনুমাননির্ভর নানা মন্তব্য সাকিবের পেজে গিয়ে করেন। যদিও প্রতি–উত্তরে সাকিব তাঁদের কিছুই জানাননি। ফেসবুকে সাকিবের রহস্যময় ছবি পোস্ট চার ঘণ্টায় ২ লাখ ১০ হাজার লাইক, ২৭ হাজার কমেন্ট, ৫ হাজার ১০০ শেয়ার হয়েছে। সাকিব আল হাসান বলে কথা। আর সে পোস্ট যদি হয় রহস্যময়, তাহলে তো কথাই নেই। সাকিব মানেই নতুন কিছু। নতুন আলোচনা। পুরোনো সমালোচনা। কিন্তু সাকিব দমে যাওয়ার পাত্র নন। বিভিন্ন পরিস্থিতিতে দলকে যেমন জিতিয়েছেন, তেমনি নানাভাবে আলোচনায় থেকেছেন দর্শকদের মধ্যে। ৩৪ বছরে পা রাখলেন সাকিব বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্মদিন আজ (২৪ মার্চ)। ১৯৮৭ সালের এই দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন এই তারকা ক্রিকেটার। মিরপুরে অনুশীলনে সাকিব মিরপুরের নেটে ব্যাট হাতে চলল সাকিবের অনুশীলন। আইপিএলের আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু সাকিবের। এক নজরে সাকিবের আলোচিত সব ঘটনা সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেটের বর্ণিল এক চরিত্র। মাঠ এবং মাঠের বাইরের সব জায়গাতেই তার বিচরণ রাজার মতো। ক্যারিয়ারের শুরু থেকেই ২২ গজে বাংলাদেশের প্রায় প্রতিটি জয়ে আছে তার অবদান। মাঠের বাইরের আলোচনাতেও শীর্ষে সাকিব। হোক সেটা ইতিবাচক কিংবা নেতিবাচক। সাকিব আল হাসান, অভিষেক ম্যাচেই জানান দিয়েছিলেন তিনি বিশেষ কিছু। এরপর যত সময় গিয়েছে, তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। বাংলাদেশ ক্রিকেটের রাজপুত্র আজ যেখানে আসীন, সেখানে যাওয়ার স্বপ্ন দেখে এখন কোটি তরুণ। তবে, ২২ গজে এবং পারিবারিক জীবনে প্রচন্ড গোছানো এই সাকিব-ই একটু বিপরীত মাঠের বাইরে। যার জন্য বার বার তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ৫৬ হাজার বর্গমাইলে। সেভেনআপের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান বাংলাদেশের এক নাম্বার বেভারেজ ব্র্যান্ড সেভেনআপ-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব এবং চটপটে ও স্মার্ট সেভেনআপ ম্যাসকট ফাইডো-ডাইডো একসাথে সেভেনআপ এর ‘ভাবো ফ্রেশ’ ভাবনাটিকে ছড়িয়ে দিবে গ্রাহকদের মাঝে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন