
বাণিজ্য বাড়াতে সংযুক্তিতে অগ্রাধিকার দুই দেশের
প্রথম আলো
প্রকাশিত: ২৪ মার্চ ২০২১, ০৯:৫৬
সড়ক, রেল ও নৌপথের পাশাপাশি সামুদ্রিক যোগাযোগের মধ্য দিয়ে আঞ্চলিক যোগাযোগের কেন্দ্রে পরিণত হওয়ার বিষয়ে আগ্রহী হয়ে উঠেছে বাংলাদেশ। তাই প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের ভবিষ্যতের ক্ষেত্রে সংযুক্তিতে বিশেষ জোর দিতে চায় দেশটি। নানা পথে সংযুক্তি বাড়লে বাড়বে ব্যবসা-বাণিজ্যও। এমন এক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বৈঠকে সংযুক্তি আর ব্যবসায় বিশেষ জোর দেবে বাংলাদেশ।
একই সময়ে ভারতও মনে করছে, দুই নিকট প্রতিবেশীর কার্যকর সংযুক্তির ওপর নির্ভর করছে সম্পর্কের ভবিষ্যৎ।
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে জানিয়েছে, ঢাকায় ২৭ মার্চ অনুষ্ঠেয় দুই শীর্ষ নেতার আলোচনায় সংযুক্তি, ব্যবসার পাশাপাশি পানি ব্যবস্থাপনা, নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনার মতো বিষয়গুলোও প্রাধান্য পাবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ৩ মাস আগে
১ বছর, ৩ মাস আগে