![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/03/24/og/083503_bangladesh_pratidin_image-404949-1616484467.jpg)
মরুভূমিতে ৬ হাজার বছর আগের শিশুর মমি উদ্ধার!
ছয় হাজার বছর আগের একটি শিশুর মমি করা কঙ্কাল উদ্ধার করেছে ইসরাইলি প্রত্নতাত্ত্বিকরা। এ ছাড়া বাইবেলের বাণীসহ কয়েক ডজন ‘মৃত সাগর পাণ্ডুলিপির’ খোঁজ পেয়েছেন তারা। একটি মরুভূমিতে গুহায় এসব পাওয়ার কথা জানিয়েছেন গবেষকরা। এক হাজার ৯০০ বছর আগে রোমের বিরুদ্ধে ইহুদিদের বিদ্রোহের সময় এসব পাণ্ডুলিপি গুহায় লুকিয়ে