![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2014%252F04%252F24%252F5359435d1c067-8.jpg%3Frect%3D0%252C0%252C1000%252C525%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2021-02%252F0c4584f0-e7e8-4bb4-b8a6-ad23e46b76d3%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
তিন মাস পর মুখ খুললেন মৌসুমী
প্রথম আলো
প্রকাশিত: ২৩ মার্চ ২০২১, ২২:৫৩
মাস তিনেক আগে নতুন একটি ছবির শুটিং শুরু করেন মৌসুমী হামিদ। কিন্তু পরিচালকের নিষেধাজ্ঞার কারণে এত দিন তা কাউকে জানাননি। গত সোমবার সন্ধ্যায় প্রথম আলোর সঙ্গে আলাপে নতুন ছবিতে অভিনয়ের এ খবর দিলেন তিনি। পুরান ঢাকায় ‘১৯৭১ সেই সব দিন’ নামের ছবিটির দুই দিন শুটিং করেছেন মৌসুমী।
২০১৮-১৯ অর্থবছরে অনুদান পাওয়া এই ছবির পরিচালক হৃদি হক। মঞ্চ, টেলিভিশন অভিনয়শিল্পী এবং পরিচালক হৃদি হকের এটি প্রথম চলচ্চিত্র। এই ছবিতে অভিনয় করতে পেরে মৌসুমী হামিদ ভীষণ উচ্ছ্বসিত। তিনি জানালেন, শীতের মধ্যে কাজটি শুরু করেন। এরপর পুরো ইউনিট ঢাকার বাইরে কাজ করে। তখন তাঁর অংশের কোনো শুটিং ছিল না। এই ছবিতে তাঁর আরও ১৫ দিনের শুটিং বাকি আছে।