করোনাভাইরাসের সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধের জন্য ঢাকার বিভিন্ন উপজেলা ও মহানগরে জনসচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা জেলার উপজেলাগুলোয় ও ঢাকা মহানগরীর জনবহুল স্থানে জনসচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ঢাকা জেলার ৫টি উপজেলা ও ঢাকা মহানগরের কমলাপুর রেলস্টেশন, সদরঘাট, সচিবালয়, জেলা জজ আদালত এলাকা, বায়তুল মোকাররম, লালবাগ, মিরপুর, খিলক্ষেতসহ মোট ১২টি স্পটে জনবহুল স্থানে ঢাকা জেলা প্রশাসনের ১২জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাস্ক ব্যবহারে উৎসাহিত করার জন্য জসচেতনতা বৃদ্ধি ও মাইকিং করা হয়। এ সময় গরিব লোকদের মধ্যে মোট ১২০০টি মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.