শঙ্কা কাটিয়ে জমে উঠেছে গ্রন্থমেলা
অনেক জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা। মেলার আজ ষষ্ঠ দিন। প্রথমদিকে মেলায় বই প্রেমীদের উপস্থিত কম থাকলেও ধীরে ধীরে জমে উঠেছে। করোনাভাইরাসের প্রার্দুভাবের মধ্যে মেলা হওয়ায় অনেকে আশঙ্কা করেছিল এবারের গ্রন্থমেলা প্রাণহীন হবে। থাকবে না উৎসাহ-উদ্দীপন। দর্শনার্থীদের উপস্থিতি কম থাকবে। আড়ম্বরপূর্ণ হবে না এবারের বই মেলা। তবে সকল আশঙ্কা দূরে সরিয়ে জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা।
নানা বয়সের পাঠকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি জমজমাট বই মেলার প্রাঙ্গণ। প্রতি দিনই বাড়ছে মানুষের উপস্থিতি। ছুটির দিনগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি আরও বেড়ে যায়। বিকালের দিকে পাঠকদের উপস্থিতি কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর তা বেড়ে যায়।