বল ভেবে বোমায় লাথি, শিশুর মৃত্যু, শিল্পীর গোপন লজ্জা
২৫ বছর আগেও এমন হয়েছিল৷ বড়রা যে খেলার মাঠে বোমা সাজিয়ে রাখতে পারে বুঝতে না পেরে বেঘোরে প্রাণ দিয়েছিল এক শিশু৷ সেবার গানের দোহাই দিয়ে বোমা আর ভোট এড়িয়ে যেতে বলেছিলেন কবীর সুমন৷
কিন্তু পশ্চিমবঙ্গে তারপরও নির্বাচন হয়েছে৷ নির্বাচন হতেই হয়৷ আর নির্বাচন এলে সন্ত্রাসও যেন একটু বেশি মাত্রায় হতে হয়৷ এবারের বিধানসভা নির্বাচনকে ঘিরে সন্ত্রাস আগের চেয়ে বেশি না কম হচ্ছে সেই বিতর্ক পরিসংখ্যান দিয়েও থামানো যাবে না৷ দলাদলির রাজনীতি তো এমনই!