![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F03%2F23%2Fjaarmaani.jpg%3Fitok%3DEIPC7UJy)
কঠোর লকডাউনে যাচ্ছে জার্মানি
আগামী ১৮ এপ্রিল পর্যন্ত করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ দীর্ঘায়িত করছে জার্মানি। ভাইরাসে সংক্রমণের হার বৃদ্ধির লাগাম টেনে ধরার লক্ষ্যে ইস্টার সানডে উদযাপনকে সামনে রেখে পাঁচদিনের কঠোর লকডাউনে যাচ্ছে দেশটি। সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এক প্রতিবেদনে জানায়, আঞ্চলিক নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আজ মঙ্গলবার সকালে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এ কথা বলেন।