সব ইতিবাচক সূচকে বাংলাদেশ তলানিতে: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সব ইতিবাচক বৈশ্বিক সূচকে বাংলাদেশ তলানিতে। আর নেতিবাচক সূচকে বাংলাদেশ শীর্ষে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এটি হলো বাস্তবতা, যা কাম্য ছিল না।
রাজধানীর পুরানা পল্টনে আজ মঙ্গলবার দুপুরে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এ কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাচ্ছে, এটা আনন্দের। কিন্তু যে জাতি মাত্র ৯ মাসে স্বাধীনতা অর্জন করেছে, সে জাতিকে কেন ৫০ বছর ধরে দরিদ্র ও স্বল্প আয়ের দেশের সীমানায় আটকে থাকতে হলো? জরিপ বলছে, দেশে অতিগরিব মানুষের সংখ্যা এখনো পৌনে দুই কোটি।