ভিডিও স্টোরি: আগ্নেয়গিরির সৌন্দর্য্য উপভোগ করছে আইসল্যান্ড!
যমুনা টিভি
প্রকাশিত: ২৩ মার্চ ২০২১, ১৬:২৪
অপরূপ 'ফ্যাগরা-ডালস-ফিয়াক' আগ্নেয়গিরির সৌন্দর্য্য উপভোগ করছে, আইসল্যান্ড। সোমবার, নতুন ড্রোন ফুটেজ এবং লাভা উদগীরণের স্পষ্ট ছবি প্রকাশ করলেন গবেষকরা। তাদের দাবি, আগ্নেয় ধোঁয়া-ছাই না থাকায় আবহাওয়া বেশ পরিষ্কার। এছাড়া, কমে এসেছে লাভা উদগীরণের পরিমাণও। তাই, জমাট ম্যাগমা খুব কাছ থেকে বিশ্লেষণ করছেন তারা। দীর্ঘ ৬ হাজার বছর পর, গেলো শনিবার সক্রিয় হয় আগ্নেয়গিরিটি। তার আগে, ৩ সপ্তাহে প্রায় ৫০ হাজার ভূমিকম্প রেকর্ড করা হয় স্ক্যান্ডিনেভীয় পার্বত্য অঞ্চলটিতে। রাজধানী থেকে ৩২ কিলোমিটার দূরেই এ মালভূমির অবস্থান।
- ট্যাগ:
- ভিডিও
- সৌন্দর্য
- আগ্নেয়গিরি
- আইসল্যান্ড