নব্য, আদি, পরিযায়ী ঝামেলায় ভোট কমবে বিজেপি-র?
নব্য, আদি আগেই ছিল। এবার যোগ হয়েছে পরিযায়ী। তাদের ঝামেলায় কি ভোট কমতে পারে বিজেপি-র? মালদহে পা দিয়ে শব্দটা প্রথম শুনি। পরিযায়ী বিজেপি। এতদিন আমরা আদি ও নব্য বিজেপি-র কথা প্রচুর শুনেছি। আদি মানে যারা গোড়া থেকে বিজেপি করছেন, তাদের অনেকেই সঙ্ঘ পরিবারের প্রশিক্ষণ পাওয়া, নিয়মিত শাখায় গিয়েছেন। নব্য মানে তৃণমূল, কংগ্রেস, সিপিএম থেকে যারা বিজেপি-তে এসেছেন এবং গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন বা প্রার্থী হচ্ছেন।
আর পরিযায়ী হলেন, যারা পশ্চিমবঙ্গের বাইরে থাকেন, ভোট এলে প্রার্থী হয়ে যান। ইংরেজবাজারের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে দলের নেতা-কর্মীদের একাংশ বলছেন, তিনি পরিযায়ী বিজেপি। অভিযোগ, তিনি না কি প্রার্থী হলে মালদহে আসেন। লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন। হেরে আর মালদহমুখো বিশেষ হননি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ১ সপ্তাহ আগে
১ বছর, ৩ মাস আগে
১ বছর, ৩ মাস আগে
১ বছর, ৪ মাস আগে
প্রথম আলো
| ভারত
১ বছর, ৪ মাস আগে