ভিডিও স্টোরি: আলোর দূষণে বিপত্তিতে বাদুড়

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ২৩ মার্চ ২০২১, ১৬:০২

কৃত্রিম আলো এখন রাতের আকাশকেও আলোকময় করে রাখে৷ এর ফলে বাদুড়ের মতো নিশাচর প্রাণীরা দিকনির্ণয় করতে না পেরে বিপত্তিতে ভুগছে৷ চলাফেরায় যেমন সমস্যা হচ্ছে, খাদ্য সংগ্রহের তাদের বিপদে পড়তে হচ্ছে৷ নেদারল্যান্ডসে অনেক অঞ্চলে রাতে আলো নিভিয়ে সমস্যার আপাত সমাধানের চেষ্টা চলছে৷ একই সঙ্গে গবেষণা চলছে নিশাচরবান্ধব বাতি আবিষ্কারের৷

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে