বাংলাদেশ সিরিজ নয়, আইপিএলই গুরুত্বপূর্ণ ওই ছয়জনের কাছে
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে আজ দ্বিতীয় ওয়ানডে চলাকালে টিম সাউদিকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের নির্বাচকেরা।
আগামী ৯ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে আইপিএল, সেটার কথা মাথায় রেখে মূল দলের ছয় ক্রিকেটারকে বাইরে রেখে দল সাজিয়েছে কিউইরা। দলে সুযোগ পাওয়া আরও তিন ক্রিকেটার সিরিজ শেষে যোগ দেবেন আইপিএলে।