বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা, শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি
১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে কৃষক তার লাঙ্গল রেখে, শ্রমিক হাতুড়ি রেখে, ছাত্র, বুদ্ধিজীবী, পেশাজীবী তাদের কলম রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে ৩০ লাখ জীবন, ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে জাতি অর্জন করে মহান বিজয়।
পাকিস্তান সৃষ্টির পর ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত সব ক্ষেত্রে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন। ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থে তিনি লিখেছেন, ‘মাতৃভাষার অপমান কোনো জাতি সহ্য করতে পারে না। পাকিস্তানের জনগণের শতকরা ছাপ্পান্ন জন বাংলা ভাষাভাষী হয়েও শুধু বাংলাকে রাষ্ট্রভাষা বাঙালিরা করতে চায়নি। তারা চেয়েছে বাংলার সঙ্গে উর্দুকেও রাষ্ট্রভাষা করা হোক, তাতে আপত্তি নেই; কিন্তু বাঙালির এ উদারতাটাই তারা দুর্বলতা হিসাবে গ্রহণ করে নিয়েছে’ (পৃষ্ঠা ১৯৭, ১৯৮)।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.