কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভাইরালের ভাইরাস!

বণিক বার্তা মো. আব্দুল হামিদ প্রকাশিত: ২৩ মার্চ ২০২১, ১২:০৪

সেদিন এক স্যার বলছিলেন, সকালে গেলাম চোখের ডাক্তারের কাছে। ডাকসাইটে আই স্পেশালিস্ট। দীর্ঘ প্রতীক্ষার পর সাক্ষাৎ পেলাম। সমস্যা বলা শুরু করতেই জানালেন, এ চিকিৎসা তিনি করতে পারবেন না! ঘাবড়ে গেলাম; ভাবলাম দুরারোগ্য ব্যাধিতে বুঝি আক্রান্ত হয়েছি। শেষমেশ জানা গেল, তিনি বাম চোখের বিশেষজ্ঞ। ফলে ডান চোখের চিকিৎসা করতে পারবেন না!

ঘটনাটি কল্পিত। তবে বাস্তবতা খুব একটা কমও যায় না। আগে ‘রক্ত পরীক্ষা’ বলতে আমরা একই জিনিস বুঝতাম। এখন নাকি (সেদিন টকশোতে শুনলাম) রক্তের ২৪০ প্রকারের টেস্ট হয়! ফলে একজন ডাক্তার সব ধরনের রক্ত পরীক্ষার ফলাফল বুঝতে পারবেন না, সেটাই স্বাভাবিক। এ তথ্যগুলো দ্বারা বলতে চাইছি যে এখনকার দিনে আমরা যাই করি না কেন, ফোকাস হতে হবে সুস্পষ্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও