![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2021/Mar/23/1616473274679.jpg&width=600&height=315&top=271)
মিয়ানমারে ফৌজি বর্বরতার শিকার সংখ্যালঘুরা
দেশের ভেতরে সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের শতাধিক নেতা-কর্মীকে হত্যা, হামলা, মামলা করেই ক্ষান্ত হয়নি মিয়ানমারের ক্ষমতা দখলকারী আর্মি।
পুরো দেশকে ফৌজি বর্বরদশায় নিপতিত করেছে তারা। দেশের সীমান্তগুলো পর্যন্ত ফৌজি ত্রাসে পলায়নপর নাগরিকদের আদিঅন্তহীন মিছিলে ভরে গিয়েছে। সাধারণ নাগরিকদের মতোই বিপন্নতা ঘিরে ধরেছে দেশটির জাতিগত সংখ্যালঘুদেরও।