You have reached your daily news limit

Please log in to continue


স্টেশনমাস্টার শামীমা

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে শত শত যাত্রী অপেক্ষা করছেন। ঘড়িতে সময় তখন বেলা ২টা ৪০ মিনিট। স্টেশন অফিসে নিবিষ্ট মনে কাজ করে যাচ্ছেন এক নারী। তিনি শামীমা জাহান, পদবি স্টেশনমাস্টার। মিনিট দশেকের মধ্যে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মে এসে থামতেই আরও কর্মচঞ্চল হয়ে উঠলেন তিনি। ৭ মার্চ ট্রেনটি স্টেশন ছেড়ে গেলে কথা হয় শামীমা জাহানের সঙ্গে। গাজীপুরের কাপাসিয়া উপজেলার চিনাডুলী গ্রামে তাঁর বাড়ি। নারীদের জন্য অনেকটা অপ্রচলিত পেশা স্টেশনমাস্টারের দায়িত্ব, সেই দায়িত্বই শামীমা পালন করছেন শ্রীপুর রেলস্টেশনে। মানুষ ‘চ্যালেঞ্জিং’ পেশা বললেও শামীমা আর দশটা পেশার মতোই নিয়েছেন। স্টেশনে বসে রোজ ২৪টি ট্রেনের আসা-যাওয়া নিয়ন্ত্রণ করছেন শামীমা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন