কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘হামি খালি চোখ দুটা চাহি, আর কিছু চাহি না’

প্রথম আলো চাঁপাইনবাবগঞ্জ সদর প্রকাশিত: ২৩ মার্চ ২০২১, ০৯:০০

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গণকা বিদিরপুর মহল্লায় স্থানীয় আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে বিবাদ চলছে কিছুদিন থেকে। এর জেরে গত ১ ফেব্রুয়ারি এলাকায় কয়েক দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাদেরই কোনো এক পক্ষের ফেলে যাওয়া ককটেল কুড়িয়ে পায় পঞ্চম শ্রেণির ছাত্রী মহরমী। তার হাতেই ককটেলটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে মহরমীর ডান হাতের কবজি উড়ে যায় এবং চোখসহ মুখমণ্ডলে বিস্ফোরণের আঘাত লাগে।

পরিবার সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর শিশুটির দৃষ্টি না আসায় তাকে ঢাকায় নিয়ে চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হয়। ঢাকায় প্রথমে বাংলাদেশ চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও মিরপুরে বাংলাদেশ আই হসপিটালে চিকিৎসা করানো হয়। চিকিৎসা এখনো চলমান। চিকিৎসক জানিয়েছেন, এক চোখে দৃষ্টি ফেরার ক্ষীণ আশা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও