![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flaw-courts%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fcour-20210322175852.jpg)
মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে রিট
২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে হাইকোর্টে রিট করেছেন মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। রোববার (২১) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি করা হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী মুনতাসির রহমান।
তিনি বলেন, আমরা আদালতে রিট পিটিশনটি দাখিল করেছি। শিগগিরই এটি শুনানির জন্য উঠবে। এর আগে ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরে স্মারকলিপি দিয়েছিলেন শিক্ষার্থীরা। এছাড়া টিএসসি, প্রেস ক্লাবসহ বিভিন্ন স্থানে মানববন্ধনও করেন তারা। তাতেও কোনো সাড়া না পাওয়ায় তারা আদালতে রিট করেন।