সিরাজগঞ্জে তুলা কারখানায় আগুন লেগে জহুরুল ইসলাম (৬০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরেক শ্রমিক মোহাম্মদ হোসেন (৬৬)। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের রাণীগ্রাম আনসার ক্যাম্প–সংলগ্ন একটি তুলা কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জহুরুল খোকশাবাড়ি ইউনিয়নে গুনেরগাঁতী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীমুর রহমান জানান, নিহত ব্যক্তি আগুন নেভাতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন। পরে এলাকাবাসী তাঁকে হাসপাতালে নিয়ে এলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.