![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F8901654d-5bec-41af-898c-58aae21d33a7%252FBagerhat_DH0694_20210322_Bagerhat_1616402694877.jpg%3Frect%3D5%252C0%252C1190%252C625%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
বেইলি সেতু ভেঙে ট্রাক পড়ল নদীতে
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বেইলি সেতু ভেঙে বালুবোঝাই ট্রাক নদীতে পড়েছে। আজ সোমবার সকালে ফকিরহাট-মোল্লাহাট পুরোনো সড়কের নতুন ঘোষগাতি এলাকার মরা চিত্রা নদীর ওপরের বেইলি সেতুটি ভেঙে পড়ে।
স্থানীয় বাসিন্দারা সকালে বিকট শব্দ শুনে ছুটে গিয়ে দেখেন, সেতুটি ভেঙে একটি ট্রাক বালু নিয়ে একপাশে কাত হয়ে পড়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক ও তাঁর সহকারী ট্রাক রেখে পালিয়ে গেছেন। দুর্ঘটনার পর থেকে ওই পথ দিয়ে যান চলাচল সাময়িক বন্ধ রয়েছে।