![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/03/22/nazrul-islam-220321-01.jpg/ALTERNATES/w640/nazrul-islam-220321-01.jpg)
রাজশাহীতে ধর্ষণের দায়ে সৎ বাবার ফাঁসির রায়
রাজশাহীতে ধর্ষণের দায়ে সৎ বাবার ফাঁসির রায় দিয়েছে আদালত।রাজশাহীর নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক মো. মনসুর আলম সোমবার এ রায় ঘোষণা করেন।
একই সঙ্গে তার এক লাখ টাকা জরিমানা করেছে আদালত।সাজাপ্রাপ্ত নজরুল ইসলাম (৫০) রাজশাহী শহরের রাজপাড়া থানার বাজে সিলিন্দা এলাকার বাসিন্দা।