বলসোনারোর কপালে ভাঁজ

প্রথম আলো ব্রাজিল প্রকাশিত: ২২ মার্চ ২০২১, ১৪:২৭

রাজনীতিতেও মাঝেমধ্যে ‘ভূমিকম্প’ হয়। ঠিক যেমনটা হয়েছে ব্রাজিলে। দেশটির সুপ্রিম কোর্টের এক বিচারপতির চমকপ্রদ রায়ে ব্রাজিলের রাজনীতির হিসাব-নিকাশ বদলে যাওয়ার উপক্রম হয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভার ফের রাজনীতিতে নেমে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার পথ খুলেছে। আর এমন নাটকীয় ঘটনায় কপালে ভাঁজ পড়েছে দেশটির বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারোর।

লুলা সাবেক ট্রেড ইউনিয়ন নেতা। নয়া লাতিন আমেরিকার বামপন্থীদের ‘পোস্টার বয়’ হয়ে উঠেছিলেন তিনি। ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত দুই দফায় ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা। তাঁর আমলে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে ব্রাজিল দারুণ সাফল্য অর্জন করে। ২০১৮ সালে তিনি তৃতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চেয়েছিলেন। কিন্তু দুর্নীতির বিতর্কিত অভিযোগে তাঁর জেল হয়। রাজনীতি থেকে ছিটকে পড়েন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে ব্যর্থ হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও