আমাদের প্রশাসন কি সাম্প্রদায়িকতামুক্ত?
সুনামগঞ্জের শাল্লার একটি হিন্দু অধ্যুষিত গ্রামে সম্প্রতি যা ঘটে গেল, তাতে অনেকের মনেই এ প্রশ্নটি জাগা স্বাভাবিক-আমাদের প্রশাসন কি সাম্প্রদায়িকতামুক্ত? নইলে মাইকে ঘোষণা দিয়ে যেখানে পুলিশের নাকের ডগায় নিরীহ গ্রামবাসীদের ওপর অত্যাচার চালানো হলো, সেখানে পুলিশ নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করল কেন? সময় থাকতে অসহায় সংখ্যালঘু পরিবারগুলোকে রক্ষায় এগিয়ে গেল না কেন?