পানির ত্রিমাত্রিক মূল্য নিশ্চিত করুন
এবছর বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য 'ভ্যালুয়িং ওয়াটার' বা পানির মূল্য বা গুরুত্ব নির্ধারণ। আমার মনে আছে, ১৯৯০ সালের বিশ্ব ধরিত্রী সম্মেলনের আগে এপ্রিল মাসে ডাবলিন শহরে পানির ওপরে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে কমবেশি সাতশ সরকারি কর্মকর্তা, পানি বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি একত্র হয়ে ছয়টি গ্রুপে কাজ করেন এবং এক নম্বর গ্রুপটি চারটি মূলনীতি তৈরি করে। ১৯৯২ সালে প্রথম বলা হয়, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে পানি কাজে আসে। কয়েক বছর পরে এটাকে রূপান্তর করে বলা হয় এটা সামাজিক ও পরিবেশগত প্রবৃদ্ধির প্রশ্ন। তিন দশক পরে এসেও এ দুটি বিষয়কে ব্যাখ্যা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
- ট্যাগ:
- মতামত
- বিশ্ব পানি দিবস
- মূল্য নির্ধারণ