সাকিবের বক্তব্যে কঠোর বিসিবি
আগুন জ্বালিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। সেই আগুনের উত্তাপ পৌঁছে গেছে গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাড়ি পর্যন্ত। পরশু রাতে এক ফেসবুক লাইভে সাকিবের করা বিসিবির সমালোচনার পর করণীয় ঠিক করতে কাল সন্ধ্যায় সেখানেই সভায় বসেছিলেন বোর্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তা।
ক্রিকেট: সাকিব আল হাসান বিসিবির আকরাম খানের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জিকে দেয়া একটি সরাসরি সাক্ষাৎকারে সাকিব বলেছেন, তিনি ক্রিকেট বোর্ডের কাছে ছুটি চেয়ে যে চিঠি লিখেছেন সেখানে কোথাও উল্লেখ করেনি যে তিনি টেস্ট খেলতে চান না। তিনি বলেন, "আমি যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছি। আমি নিশ্চিত তারা লেটারটি পড়েনি।"
সাকিবের অভিযোগ নিয়ে এখনো চুপ বিসিবি
আইপিএল খেলতে বিসিবির কাছ থেকে ছুটি নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন সাকিব আল হাসান। বিসিবিও তখন বলেছিল, সাকিব টেস্ট খেলতে চান না। এ নিয়ে এত দিন চুপ থাকলেও কাল রাতে এক ফেসবুক লাইভ সাক্ষাৎকারে সাকিব পাল্টা দাবি করেছেন, টেস্ট খেলতে না চাওয়ার কথা তিনি বিসিবিকে বলেননি। সাকিবের ধারণা, বিসিবি হয়তো তাঁর চিঠি ঠিকভাবে পড়েইনি।
সাকিবের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে বিসিবি সভাপতি নাজমুল হাসানকে আজ ফোন করা হলেও ফোন ধরেননি তিনি। বিসিবিও নিজ উদ্যোগে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনিও সরাসরি কিছু বলেননি।
সাকিবের বক্তব্যে নাখোশ বিসিবি
সাকিবের অভিযোগের জবাবে আকরাম বলেছেন, 'সে চিঠি দিয়েছে, আমি নাকি চিঠিটা পড়িইনি। ঠিক আছে, আমি হয়তোবা ভুল বুঝতে পারি ওর চিঠিটা, ও টেস্ট খেলতে চাচ্ছে। আমি কাল-পরশু বোর্ডের সবার সঙ্গে আলোচনা করে ওর এনওসির ব্যাপারে চিন্তা করব। ওর যদি টেস্টে আগ্রহ থাকে তো টেস্ট খেলবে।'
সাকিবের দোষারোপ, যা বললেন আকরাম-দুর্জয়
সাকিবের বক্তব্যের বিষয়ে বোর্ডের অবস্থান কী? বোর্ড সাকিবের এমন সোজাসাপটা কথাবার্তাকে কীভাবে দেখছে? যাদের বিপক্ষে সাকিব অভিযোগের তীর ছুড়েছেন, সেই পূর্বসুরী আকরাম খান ও নাইমুর রহমান দুর্জয় কী ভাবছেন? তাদের ভাষ্যই না কী? তা জানতে উৎসুক প্রচার মাধ্যম।
আকরাম খান আর নাইমুর রহমান দুর্জয় সাকিবের অমন বক্তব্য ও অভিযোগের জবাবে কোনরকম আনুষ্ঠানিক বক্তব্য দেননি। জাগো নিউজের সঙ্গে মুঠোফোন আলাপে দুজনই ব্যক্তিগত আলাপচারিতায় সাকিবের অমন তীর্যক বক্তব্যের প্রতিক্রিয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। তবে কোন আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।
সাকিবের বিষয়ে সিদ্ধান্ত আগামী বোর্ড সভায়
চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে বিসিবি থেকে নিয়মিত বেতন ভাতা নেন ক্রিকেটাররা। কিন্তু একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে বোর্ডের বিপক্ষে কথা বলা শৃঙ্খলাভঙ্গ করার শামিল। শনিবার এক ফেসবুক লাইভে সাকিব বোর্ডের পরিচালকসহ নানা অসঙ্গতি নিয়ে কথা বলেছেন। সাকিবের এমন বক্তব্য এই মুহূর্তে শৃঙ্খলাভঙ্গ হিসেবে না দেখলেও দ্রুতই এ ব্যাপারে ‘সিদ্ধান্ত’ নেবে বোর্ড—জানালেন সাবেক দুই অধিনায়ক আকরাম খান ও নাঈমুর রহমান দুর্জয়।
আগ্রহ থাকলে সাকিবকে শ্রীলঙ্কায় গিয়ে টেস্ট খেলার আহবান আকরামের
সাকিব আল হাসান টেস্ট খেলতে আগ্রহী হলে তার আইপিএলের অনাপত্তিপত্র নিয়ে নতুন করে চিন্তা করার কথা জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। আগ্রহী হলে সাকিবকে শ্রীলঙ্কায় গিয়ে টেস্ট খেলার আহবানও করেছেন তিনি।