সাবেক অধিনায়ক আকরাম খান তাঁর চিঠি পড়েনইনি! আরেক সাবেক অধিনায়ক নাঈমুর রহমানের নেতৃত্বাধীন হাই পারফরম্যান্স (এইচপি) কমিটি নতুন খেলোয়াড় তুলে আনার ক্ষেত্রে ব্যর্থ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এবং আরেক সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ ছাড়া বোর্ডের আর কেউই কৃতিত্ব পাওয়ার মতো কাজ করছেন না। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান শনিবার রাতে এ রকম এন্তার অভিযোগের ঝাঁপি খুলে বসেছিলেন এক ফেসবুক লাইভে। পরদিনই সন্ধ্যায় গুলশানে বোর্ড সভাপতির বাসায় পরিচালকদের জরুরি তলব বুঝিয়ে দিচ্ছিল, পাল্টা কিছুও আসতে যাচ্ছে। সেটি এলোও। তবে নাঈমুরের দাবি, অন্য অনেক আলোচনার ফাঁকে সাকিবের ফেসবুক লাইভের বিস্ফোরক সব মন্তব্যের বিষয়টি ‘প্রসঙ্গক্রমে’ এসেছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.