![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F6ea75c22-4715-4d8b-9a07-dea4ccdacf79%252Fnoyakhali.png%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
নোয়াখালীতে হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ড
নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে গৃহবধূ ফারজানা আক্তার ওরফে টুনিকে (২৭) হত্যার দায়ে আবদুর রহিম জাবেদ ওরফে আরিফ (৩২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার নোয়াখালীর অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আবদুর রহিম সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের শুল্লাকিয়া গ্রামের চারুবানু গ্রামের আবদুল মান্নানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাঁকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।