বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ কাল শুরু

এনটিভি বিসিবি কার্যালয় প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ১৯:৪০

করোনাভাইরাসের কারণে এক বছরের বিরতি শেষে আগামীকাল সোমবার শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের অন্যতম প্রধান প্রথম শ্রেণির আসরটি ‘বঙ্গবন্ধু ২২তম জাতীয় ক্রিকেট লিগ’ নামে শুরু হবে। বিসিবির সব ইভেন্ট মুজিববর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু নামে নামকরণ করা হবে।

করোনার কারণে দীর্ঘ বিরতির পর গেল বছর ক্রিকেট মাঠে গড়ানোর পর দুটি টুর্নামেন্ট আয়োজন করে বাংলাদেশ। তিন দলকে নিয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপ ও পাঁচ দলকে নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মাঠে গড়ায়। কিন্তু দুটি টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড় ও তরুণ উদীয়মান খেলোয়াড়রা অংশ নিয়েছিল। তাই করোনার সময়ে স্বাভাবিকভাবে এনসিএল প্রথম ঘরোয়া টুর্নামেন্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও