![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fbarishal-1-20210321181056.jpg)
হোটেল থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের মরদেহ উদ্ধার
বরিশাল নগরীর অভিজাত একটি আবাসিক হোটেল থেকে মিরন চন্দ্র হালদার (৩০) নামে এক মেডিকেল অ্যাসিস্ট্যান্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২১ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে নগরীর সদররোড সাহেবের গোরস্থান সংলগ্ন অভিজাত আবাসিক হোটেল এরিনার ষষ্ঠ তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার হাতে ক্যানুলা লাগানো ছিল এবং কক্ষ থেকে চেতনানাশক ও নেশাজতীয় ইনজেকশন এবং সিরিঞ্জ পাওয়া গেছে।