![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F03%2F21%2Fnatore-hunger.jpg%3Fitok%3DdcUiA0cq)
বিয়ের দাবিতে অনশন, নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে তরুণী
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গত শুক্রবার অনশন শুরু করেন এক তরুণী। অনশনের দ্বিতীয় দিন গতকাল শনিবার নির্যাতনের শিকার হয়ে এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুর মুক্তবাজারে প্রেমিক তারেক হাসানের বাড়িতে। প্রেমিক তারেক হাসান বাড়ি ছেড়ে পালিয়েছেন।
দ্বিতীয় দিন গতকাল শনিবার অনশনরত ওই তরুণীকে নির্যাতন করার অভিযোগ উঠেছে হাসানের আত্মীয়স্বজনদের বিরুদ্ধে। ওই তরুণী তাদের নির্যাতনে অচেতন হয়ে পড়লে তারা বাড়ির পাশে ফেলে দেয় তাঁকে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।