রাবিতে আর্থিক অনুদান প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে আর্থিক অনুদান দেয়ার ক্ষেত্রে স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন শিক্ষকরা। তারা বলছেন, কোনো কোনো বিভাগকে পূর্ণ সুযোগসুবিধা দিচ্ছে আর কোনো বিভাগকে মোটেও দিচ্ছে না। এতে দুটো বিভাগের শিক্ষকদের মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছে বলে দাবি তাদের।
রোববার (২১ মার্চ) দীর্ঘ বিরতির পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অপসারণের দাবি নিয়ে আবারও আন্দোলনে নেমেছেন প্রগতিশীল শিক্ষকদের একাংশ। ‘দুর্নীতিবিরোধী শিক্ষকবৃন্দ’ ব্যানারে সকাল ১১ টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।