![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/03/21/meherpur-dead-body-210321-01.jpg/ALTERNATES/w640/meherpur-dead+body-210321-01.jpg)
মেহেরপুরে বাড়ির পানির ট্যাংকে মাদকের আসামির লাশ
মেহেরপুর বাড়ির পানির টাংক থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, যিনি মাদক মামলার আসামি বলে পুলিশ জানিয়ছে।মৃত রাবিকুল ইসলাম বকুল (২৯) শহরের বেড়পাড়ার আরমান আলীর ছেলে।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা জানান, রোববার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।আরমান আলী বলেন, দুইদিন আগে তার ছেলে নিখোঁজ হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- লাশ উদ্ধার
- আসামী
- পানির ট্যাংকি