মহাকাশে ৯ হাজার টন বর্জ্য!

সময় টিভি প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ১৪:১৮

রাতের আকাশ অদৃশ্য। তবু একটু একটু করে মহাকাশেও জমছে স্যাটেলাইট বর্জ্য। মহাকাশে এখন ভেসে বেড়াচ্ছে ৯ হাজার টন বর্জ্য। এ বর্জ্যে ওজন ৭শ’ স্কুল বাসের সমান। এই বর্জ্য জমেছে পুরনো স্যাটেলাইট, বিকল হয়ে যাওয়া স্যাটেলাইট আর রকেটের ধ্বংসাবশেষ থেকে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য এ বর্জ্য হুমকি। জিপিএস কিংবা টেলিকমিউনিকেশন সেবাও ব্যাহত হচ্ছে এই বর্জ্যের জন্য। সমস্যা আরো গুরুতর হচ্ছে দিনদিন। কারণ মহাকাশে প্রতি বছরই একের পর এক স্যাটেলাইট পাঠানো হচ্ছে।

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে