অস্ট্রেলিয়ার ঐতিহাসিক স্থাপনায় বাংলাদেশ
বাঙালির রক্তের দামে কেনা স্বাধীনতার সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়েছিল ১৯৭১ সালে। ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা অর্জনের অর্ধশত বছর পূর্ণ হবে। পাকিস্তানের বিরুদ্ধে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রায় পাঁচ লাখ বীরাঙ্গনার সম্মানের বিনিময়ে এবং ৩০ লাখ শহীদের আত্মত্যাগে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয়।