আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি ছাড়াও ক্রীড়াঙ্গনসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় ক্রীড়া ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের সহযোগিতায় জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তাঁর নামকরণে ‘বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস’—সর্ববৃহৎ ক্রীড়া উৎসবের (১ থেকে ১০ এপ্রিল) আয়োজন করেছে। ৩১টি খেলায় অংশ নেবেন হাজার হাজার পুরুষ-মহিলা খেলোয়াড় ও ক্রীড়াবিদ। এই গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১ থেকে ১০ এপ্রিল ২০২০। করোনাভাইরাসের জন্য ঠিক এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। যেভাবে এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে টোকিও অলিম্পিক। উভয় ক্ষেত্রে ক্রীড়াবিদদের মনে বাজছে এখন আগমনী সুর!
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.