কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আজও বৃষ্টি নেই, বাড়বে গরম

এইসময় (ভারত) আলিপুর আবহাওয়া সেন্টার, কলকাতা প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ০৯:৫৬

গরমের দাপট দিনদিন বেড়েই চলেছে। চৈত্রেই যেন 'বৃষ্টিবিহীন বৈশাখী দিন'-এর সাক্ষী হচ্ছে মহানগরী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে ৯০ এবং ২৫ শতাংশ। অর্থাৎ শুষ্ক গরমে প্রাণ ওষ্ঠাগত হবে আজও।

উল্লেখ্য, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আবহাওয়াবিদদের দাবি, সোমবার থেকে সর্বোচ্চ তাপমাত্রার পারদ আরও এক ধাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও