![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmaltreatment-20210321093351.jpg)
মাফ চেয়ে পার পেয়ে আবারও ছাত্রকে বলাৎকার
শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বেলগাছি গ্রামের হেফজখানার হুজুর আবু মুসাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। শনিবার রাত ১১টার দিকে হেফজখানার হুজুর আবু মুসাকে মসজিদে আটকে রেখে পরে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের মৃত জামাল আলীর ছেলে হাফেজ আবু মুসা পোয়ামারী মাদরাসার শিক্ষক। তিনি পার্শ্ববর্তী বেলগাছি জামে মসজিদে নামাজ পড়ান ও হেফজখানায় শিশুদের পড়ান।